• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ রাত ০৮:১১:০০ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

রাজধানীতে আ.লীগ বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি


শনিবার ২৯শে জুন ২০২৪ বিকাল ০৪:২৮



রাজধানীতে আ.লীগ বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

ছবি: সংগৃহীত

চ্যানেল এস: 

রাজধানীতে পাল্টাপাল্টি সমাবেশ করেছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটি সমাবেশ করেছে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। দলীয় প্রধানের মুক্তির দাবিতে প্রায় ৮ মাস পর ডাকা এ সমাবেশে ঢাকার আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা যোগ দিয়েছেন। বিদেশে উন্ন চিকিৎসার জন্য বেগম জিয়ার মুক্তি দাবি করেছেন দলটির নেতারা। 

এদিকে, দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আন্দোলনের নামে বিরোধীদের নৈরাজ্য প্রতিহতের ঘোষণা দিয়েছেন আওয়ামীলীগের শীর্ষ নেতারা। একই দিনে দু’দলের কর্মসূচী ঘিরে সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->