ছবি: সংগৃহীত।
বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের পরিবারের কাছে যুবদল পরিচয়ে চাঁদা আদায় করা হয়েছে এমন একটি খবর ছড়িয়ে পড়েছে। তবে বিষয়টি সত্য নয় বলে জানিয়েছে দেলোয়ার হোসেনের দুই নাতি। সম্প্রতি এক ভিডিও বার্তায় তারা এ কথা বলেন।
সাবেক বিএনপি মহাসচিবের নাতি আলভী ও অর্ভিল জানান, তাদের দাদা খন্দকার দেলোয়ার হোসেন ছিলেন বিএনপির সাবেক মহাসচিব ও বাবা খন্দকার আবদুল হামিদ ডাবলু ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য। সম্প্রতি দেলোয়ার হোসেনের পরিবারের কাছে যুবদল পরিচয়ে চাঁদা আদায়- এমন একটি খবর গণমাধ্যম মারফত ছড়িয়ে পড়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে মগবাজার এলাকার কথা। কিন্তু প্রকৃত বিষয় হলো, মগবাজারে খন্দকার পরিবারের কোনো বাড়ি নেই। যা আছে আরমানিটোলা ও মানিকগঞ্জে।
বিষয়টি খন্দকার পরিবারের জন্য অপমানজনক জানিয়ে প্রয়াত বিএনপি মহাসচিবের এই দুই নাতি বলেন, এটা অপপ্রচার। আর এটা চালাচ্ছে আমাদের বাবার তৃতীয় স্ত্রী তানজিন হামিদ মিতুল। তার পুরো পরিবার আওয়ামী ব্যাকগ্রাউন্ডের। তাদের পরিবারের অনেকেই রয়েছেন পদধারী। তারা আরও বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে নিজের পরিবারের ছত্রছায়ায় তানজিন হামিদ মিতুল অনেক কিছুই করেছেন। সেই অত্যাচার-নিপীড়ন থেকে আমাদের মরহুম বাবাও বাদ যাননি। যখন তিনি (বাবা) অসুস্থ হয়ে বিছানায় পড়ে যান, তখন মিতুলের পক্ষ থেকে আমাদের নানাভাবে আমাদের হুমকি-ধমকি দেওয়া হয়। বলা হয়, কল্লা ফেলে দেওয়া হবে।
৫ আগস্টের পর থেকে ‘আলহামদুলিল্লাহ ভালো আছি’ জানিয়ে আলভী ও অর্ভিল বলেন, দেশের পট পরিবর্তনের পর প্রশ্নই আসে না আমাদের পরিবারের সঙ্গে আমাদেরই দলীয় লোকজন এমনটা করবে। এটা সম্পূর্ণ ভুয়া কথা। এটা করলে জামায়াত, এনসিপি কিংবা আওয়ামী লীগের লোক করে থাকতে পারে। তারা বলেন, বিএনপির নাম নষ্ট করার জন্যই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করা হচ্ছে। মানুষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে বিএনপির মাথা যারা, তারাই যদি অনিরাপদ থাকে, তাহলে আমজনতার কি হবে? কিন্তু বিষয়টি মোটেই তেমন নয়। দলের লোকজন এমনটা করেনি।
এ সময় সবাইকে সিসিটিভি ফুটেজ দেখার আহ্বান জানিয়ে প্রয়াত খন্দকার আবদুল হামিদ ডাবলুর এই দুই ছেলে বলেন, আপনারা সবাই ফুটিজ ভালোভাবে খতিয়ে দেখুন। সেখানে থাকা সবার নাম প্রকাশ করা হয়েছে কিনা, সে প্রশ্নও তুলুন। আসলে বিষয়টি তানজিন হামিদ মিতুলের পরিবারের। বিবাদটা মূলত তাদেরই। কিন্তু তারা আমাদের দাদা ও বাবার নাম ব্যবহার করে বিষয়টিকে হাইলাইটস করছে। যাতে দোষটা বিএনপির কাঁধেই পড়ে।
তারা বলেন, আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আর সবার কাছে অনুরোধ জানাচ্ছি, এসব বানোয়াট কথায় কান দেবেন না। এর আগে, রোববার (৫ অক্টোবর) বিএনপির সাবেক মহাসচিবের পুত্রবধূ তানজিন হামিদ মিতুল রাজধানীর হাতিরঝিল থানায় একটি মামলা করেন। মামলায় বলা হয়, শুক্রবার (৩ অক্টোবর) রাতে রাজধানীর মগবাজার এলাকায় এ চাঁদাবাজির ঘটনা ঘটে। তখন চাঁদাবাজরা নগদ ৮০ হাজার টাকা এবং ২০ হাজার টাকার একটি চেক নিয়ে যায়।
তানজিন হামিদ বলেন, তারা আমাদের পরিচয় জানার পর আরও খারাপ আচরণ করেছে। এমনকি বাচ্চাদের সঙ্গেও খারাপ ব্যবহার করেছে। বাসায় নগদ টাকা না থাকায় তারা ব্যাংকের বুথ থেকে টাকা তুলে দিতে বাধ্য করেছে। এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু প্রথম গণমাধ্যমকে বলেন, মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
মন্তব্য করুনঃ