চ্যানেল এস ডেস্ক:
জাতীয় পার্টি (জাপা) আইনি কাঠামোতে আছে বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।
শনিবার (৯ মার্চ) রাজধানীর একটি হোটেলে রংপুর বিভাগীয় রিপোর্টার্স ফোরামের ফ্যামিলি ডে’তে উপস্থিত হয়ে তিনি এ দাবি করেন।
রওশনপন্থিদের সম্মেলনকে গঠনতন্ত্রবিরোধী মন্তব্য করে জি এম কাদের বলেন, ‘সব জেনেও যদি কেউ কিছু করে তাহলে কিছু করার নেই। তাদের কাজ দলের গঠনতন্ত্রবিরোধী।’
এ সময় কর্তৃপক্ষের ওপর দায় চাপান জাপা চেয়ারম্যান। তিনি বলেন, কর্তৃপক্ষ জানে এটা গঠনতন্ত্রবিরোধী। তারপরও যদি তারা এতে বাধা না দেন, তাহলে বুঝতে হবে তারা বিষয়টিকে উৎসাহ দিচ্ছে।
এদিকে শনিবার (৯ মার্চ) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রওশনপন্থিদের নিয়ে জাতীয় সম্মেলন করে জাতীয় পার্টির একাংশ।
সম্মেলন থেকে আগামী ৩ বছরের জন্য নতুন কমিটি ঘোষণা দেয়া হয়। এতে দলটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রওশন এরশাদ। পার্টির প্রধান নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, আর কাজী মামুনুর রশীদকে মহাসচিব নির্বাচিত করা হয়।
এছাড়া জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সৈয়দ আবু হোসেন বাবলা।
মন্তব্য করুনঃ