চ্যানেল এস ডেস্ক:
প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়েরের প্রস্তুতি সম্পন্ন করেছে রাষ্ট্রপক্ষ।
সোমবার আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করা হবে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছে। এর আগে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাসহ কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। এদিকে, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে হল থেকে বের হয়ে রাতে বিক্ষোভ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দিয়েছেন বিভিন্ন স্লোগান।
মন্তব্য করুনঃ