• ঢাকা
  • |
  • রবিবার ২০শে আশ্বিন ১৪৩২ সকাল ১১:৩৯:৪৩ (05-Oct-2025)
  • - ৩৩° সে:

অভিবাসীদের নিয়ন্ত্রণে ইতালির কড়া পদক্ষেপ,খারাপ আচরণ করলেই দেশে ফেরত।


শনিবার ৪ঠা অক্টোবর ২০২৫ বিকাল ০৪:১১



অভিবাসীদের নিয়ন্ত্রণে ইতালির কড়া পদক্ষেপ,খারাপ আচরণ করলেই দেশে ফেরত।

No Caption

রোম(ইতালি) প্রতিনিধিঃ আবুল হাসেম (হাসান)

ইতালির উপপ্রধানমন্ত্রী ও অভ্যন্তরীণমন্ত্রী মাত্তেও সালভিনি ঘোষণা করেছেন, দেশটি শিগগিরই একটি 'পয়েন্টভিত্তিক রেসিডেন্স পারমিট' চালু করতে যাচ্ছে। এই নতুন ব্যবস্থায় অভিবাসীদের সামাজিক ও আইনানুগ আচরণের উপর ভিত্তি করে পয়েন্ট নির্ধারণ করা হবে। কেউ গুরুতর অপরাধ বা খারাপ আচরণে লিপ্ত হলে তার পয়েন্ট কাটা হবে, এবং নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট হারালে তাকে দেশে ফেরত পাঠানো হবে।

এক টেলিভিশন সাক্ষাৎকারে সালভিনি বলেন,
যেভাবে ড্রাইভিং লাইসেন্সে পয়েন্ট কাটা হয়, তেমনি রেসিডেন্স পারমিটের ক্ষেত্রেও একই নিয়ম প্রয়োগ হবে। আমি যদি আপনাকে নাগরিকত্ব দেই এবং আমার বাড়ির দরজা খুলে দেই, তাহলে আপনার কাছ থেকে দায়িত্বশীল আচরণ আশা করবো। খারাপ আচরণ করলে পয়েন্ট কেটে আপনাকে ফেরত পাঠানো হবে।

সালভিনির এই মন্তব্য আসে মিলানে দুইজন দণ্ডিত অভিবাসীর সহিংস ঘটনার প্রেক্ষিতে, যা দেশজুড়ে অভিবাসন ও নিরাপত্তা নীতি নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এই ঘটনার পর সরকার আরও কড়া অবস্থান নিতে যাচ্ছে বলে ইঙ্গিত দেন সালভিনি।

তিনি বলেন,আমরা এমন একটি আইন তৈরির কাজ করছি, যার মাধ্যমে ইতালিতে দণ্ডিত অভিবাসীরা নিজ দেশে গিয়ে তাদের সাজা ভোগ করতে পারবে।

সালভিনির এই ঘোষণাগুলো স্পষ্টভাবে বোঝাচ্ছে যে, তার নেতৃত্বাধীন সরকার অভিবাসন ব্যবস্থায় শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ। পাশাপাশি, এই নীতি ইউরোপজুড়ে চলমান অভিবাসন বিতর্কেও নতুন মাত্রা যোগ করেছে।
ইতালির অভ্যন্তরীণ নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সম্পর্কের প্রেক্ষাপটে সালভিনির এই অবস্থান দেশটির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->