• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১১:১৪:৫৫ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

কানাডায় বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, হতাহত ৮


সোমবার ৪ঠা সেপ্টেম্বর ২০২৩ দুপুর ১২:৩২



কানাডায় বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, হতাহত ৮

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ  
কানাডার অটোয়ায় একটি বিয়ের অনুষ্ঠানে বন্দুক হামলায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। স্থানীয় সময় শনিবার  এ হামলার ঘটনা ঘটে। কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, হামলার স্থানে দুটি বিয়ের অনুষ্ঠান চলছিল। ভেন্যুর বাইরে পার্কিং জোনে হামলার ঘটনাটি ঘটে। 

নিকো নামের এক প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। ১৫ থেকে ১৬টির বেশি গুলি চালান হয়েছে। 

আরেক প্রত্যক্ষদর্শী জানান, শনিবার রাত ১০টা ২১ মিনিটে হামলা হয়।এসময় পুলিশ সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেয়। 

স্থানীয় পুলিশের ভাষ্য, নিহতদের বয়স ২৬ ও ২৯। আহতদের মধ্যে আমেরিকান নাগরিক রয়েছে। তবে হতাহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। কানাডা সরকারের তথ্য অনুযায়ী, ২০০৯ সাল থেকে দেশটিতে বন্দুক সহিংসতার ঘটনা ৮১ শতাংশ বেড়েছে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->