• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৩:৪৮ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

০২:৫৪ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৪


ক্যাটাগরি

বাংলাদেশ

আওয়ামী লীগের আমলে গঠিত ইউনিয়ন পরিষদ ভেঙে দেওয়ার দাবি বিএনপির


শুক্রবার ২৭শে সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০২:৫৪



আওয়ামী লীগের আমলে গঠিত ইউনিয়ন পরিষদ ভেঙে দেওয়ার দাবি বিএনপির

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

আওয়ামী লীগের আমলে সারা দেশে গঠিত ইউনিয়ন পরিষদ ভেঙে, চেয়ারম্যান-মেম্বারদের অপসারণের দাবি জানিয়েছে বিএনপি। 

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, বিএনপি মনে করে, প্রহসনের মাধ্যমে ইউনিয়ন পরিষদ গঠন কোরে পতিত সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। বর্তমান ইউনিয়ন পরিষদ বহাল রেখে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন সম্ভব হবে না।পার্বত্য জেলাগুলোতে সংঘাতের ঘটনা অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার সুদূর প্রসারী চক্রান্তের অংশ উল্লেখ কোরে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এ ধরনের সংঘাত সৃষ্টি করা হচ্ছে, যা সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এ ঘটনাগুলো হালকা কোরে দেখার কোনো সুযোগ নেই।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->