• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:৫৯:৫৫ (19-Apr-2024)
  • - ৩৩° সে:

প্রেসিডেন্টের অপসারণের দাবীতে বিক্ষোভে উত্তাল পেরু


শুক্রবার ১১ই নভেম্বর ২০২২ সকাল ১১:০১



প্রেসিডেন্টের অপসারণের দাবীতে বিক্ষোভে উত্তাল পেরু

ছবি : সংগৃহীত

বিক্ষোভে উত্তাল লাতিন আমেরিকার দেশ পেরু। দেশটির প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোকে অপসারণের সিদ্ধান্ত দেয়ায় কংগ্রেসের ওপর ক্ষুব্ধ বামপন্থী নেতার সমর্থকরা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় অবস্থান নেন হাজারও মানুষ। শ্রমিক ইউনিয়ন, বামপন্থী দল এবং সংস্থাগুলোর আয়োজনে ‘লিমা ক্যাপচার’ নামের এই আন্দোলন চলছে। এ সময় পার্লামেন্ট ভবন ঘেরাও করেন তারা। বিরোধী দলের নিয়ন্ত্রণে পরিচালিত কংগ্রেসের কার্যক্রম বন্ধেরও আহ্বান জানান বিক্ষোভকারীরা। আন্দোলনে পুলিশকে লক্ষ্য করে লাঠি-পাথর নিক্ষেপ করলে প্রতিরোধে টিয়ার গ্যাস ছোড়ে নিরাপত্তা বাহিনী।

গেল মাস থেকেই পেদ্রো কাস্তিলোর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আনা হয়। ২০২১ সালের জুলাই মাসে ক্ষমতা নেয়া বামপন্থী এই প্রেসিডেন্ট এরইমধ্যে দুটি ইমপিচমেন্ট বা অভিশংসন এড়িয়েছেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ