• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ রাত ০৮:০৭:০৭ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

গাজার ‘নিরাপদ জোনে’ ইসরায়েলি হামলা, নিহত ৭০


শনিবার ১৩ই জুলাই ২০২৪ রাত ০৮:৩৫



গাজার ‘নিরাপদ জোনে’ ইসরায়েলি হামলা, নিহত ৭০

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: 

গাজা উপত্যকার নিরাপদ এলাকা হিসেবে ঘোষিত আল-মাওয়াসিতে ইসরায়েলি সামরিক হামলায় ৭০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত ও শতাধিক আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, নিহতের সংখ্যা ৭১ জন। 

এ ছাড়া কয়েকজন গুরুতর আহতসহ ২৮৯ জন আহত হয়েছে। আলজাজিরা জানিয়েছে, ‘নিরাপদ এলাকা’ হিসেবে মনোনীত অঞ্চলে ইসরায়েল যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে। বাস্তুহারাদের তাঁবু ও পানি পরিশোধন ইউনিটকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, মধ্য খান ইউনিসে ইসরায়েলি হামলায় তাদের অগ্নিনির্বাপণ ও ও উদ্ধার বিভাগের উপপরিচালক নিহত এবং অন্য আট সদস্য আহত হয়েছেন। বেসামরিক প্রতিরক্ষা দল একটি আবাসিক ভবন থেকে লোকজনকে উদ্ধারের চেষ্টার সময় ইসরায়েলি বিমান আবারও ওই এলাকায় বোমাবর্ষণ করেছিল। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->