• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৭:০৭:৫৫ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

বলিভিয়ায় অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ, সাবেক সেনাপ্রধান আটক


বৃহঃস্পতিবার ২৭শে জুন ২০২৪ সকাল ১১:১৭



বলিভিয়ায় অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ, সাবেক সেনাপ্রধান আটক

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: 

লাতিন আমেরিকার দেশ বলিভিয়ার ‘অভ্যুত্থানের’ চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে সেনাবাহিনী। এই অভিযানের পরপরই হুয়ান হোসে সুনিয়াকে তার পদ থেকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট আর্চি। 

একে গণতন্ত্রের বিজয় উল্লেখ করে জনগণকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইস আর্চি। স্থানীয় সময় বুধবার বিকালে অভ্যুত্থানের ডাকে সাড়া দেওয়া সেনারা ট্যাংক নিয়ে প্রেসিডেন্টের বাসভবনের চত্ত্বরে দরজা ভেঙে ঢুকে পড়ে।

রাজধানী লা পাজে গুরুত্বপ‚র্ণ সড়ক ও স্থাপনার সামনে অবস্থান নেয় তারা। অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়ে রাজপথে নেমে আসে শ্রমিক সংগঠনগুলো। আন্তর্জাতিকভাবেও শক্ত সমর্থন না পাওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই সেনাদের ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জানান সেনাপ্রধান জেনারেল জুয়ান জুনিগা। পরে তাকে গ্রেফতার করে জেনারেল উইলসন সানচেজকে তার স্থলাভিষিক্ত করা হয়। 

পরে জাতির উদ্দেশ্যে ভাষণে জনগণকে ধন্যবাদ জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে আশ্বস্ত করেন প্রেসিডেন্ট আর্চি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->