আন্তর্জাতিক ডেস্ক:
কিয়েভসহ ইউক্রেনের অন্যান্য শহরে ভয়াবহ ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনারা। এতে অন্তত ৪১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, নিহতদের মধ্যে ৩ শিশু রয়েছে। এ হামলায় আহত হয়েছেন আরো ১৭০ জনেরও বেশি মানুষ। একটি ব্যবসায়িক কেন্দ্রসহ ক্ষতিগ্রস্ত হয়েছে ১০০টির বেশি ভবন ।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী কিয়েভের প্রতিরক্ষা শিল্প কাঠামো ও বিমান ঘাঁটি নিশানা করে হামলা চালিয়েছে।
মন্তব্য করুনঃ