• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪২:১০ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

মেক্সিকোয় খাদে পড়ল বাস, নিহত ১৮


সোমবার ১লা মে ২০২৩ দুপুর ০১:০৮



মেক্সিকোয় খাদে পড়ল বাস, নিহত ১৮

ছবি সংগ্রহীত

মেক্সিকোর পশ্চিমাঞ্চলে পাহাড় থেকে একটি বাস খাদে পড়েছে। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩৩ জন। গতকাল রোববার দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

প্রসিকিউটর অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার রাতে পশ্চিমাঞ্চলীয় নায়ারিত রাজ্যের রাজধানী টেপিক এবং পর্যটন এলাকা পুয়ের্তো ভাল্লার্তার সংযোগকারী একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ১৫ মিটার নিচে পড়ে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বিবৃতিতে প্রসিকিউটর অফিস জানায়, ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রথম মুহূর্ত থেকেই আমরা বিভিন্ন ফেডারেল এবং রাজ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করেছি।

নিহতদের মধ্যে ১১ জন নারী ও সাতজন পুরুষ আছেন। আহত ১১ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->