• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে বৈশাখ ১৪৩১ রাত ১০:৪৫:১৫ (03-May-2024)
  • - ৩৩° সে:

ইউক্রেনে নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগের পথ পরিষ্কার


বুধবার ৬ই সেপ্টেম্বর ২০২৩ দুপুর ০১:২০



ইউক্রেনে নতুন  প্রতিরক্ষামন্ত্রী নিয়োগের পথ পরিষ্কার

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ 

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে ওলেক্সি রেজনিকভকে বরখাস্ত এবং রুস্তম উমেরভকে তাঁর স্থলাভিষিক্ত করার প্রস্তাবটি দেশটির পার্লামেন্টে অনুমোদন পেয়েছে। গতকাল মঙ্গলবার এ অনুমোদন দেওয়া হয়। এর মধ্য দিয়ে রেজনিকভের কাছ থেকে উমেরভের ক্ষমতা গ্রহণের পথটি পরিষ্কার হলো। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার বলেন, তিনি ওলেক্সি রেজনিকভকে বরখাস্ত করছেন এবং রুস্তম উমেরভকে তাঁর স্থলাভিষিক্ত করার প্রস্তাব দিয়েছেন। তবে তাঁদের বর্তমান পদ থেকে সরাতে হলে পার্লামেন্টের অনুমোদনের বাধ্যবাধকতা আছে। এ ছাড়া উমেরভকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার জন্যও পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন। 

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে ওলেক্সি রেজনিকভকে বরখাস্ত এবং রুস্তম উমেরভকে তাঁর স্থলাভিষিক্ত করার প্রস্তাবটি দেশটির পার্লামেন্টে অনুমোদন পেয়েছে। গতকাল মঙ্গলবার এ অনুমোদন দেওয়া হয়। এর মধ্য দিয়ে রেজনিকভের কাছ থেকে উমেরভের ক্ষমতা গ্রহণের পথটি পরিষ্কার হলো। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার বলেন, তিনি ওলেক্সি রেজনিকভকে বরখাস্ত করছেন এবং রুস্তম উমেরভকে তাঁর স্থলাভিষিক্ত করার প্রস্তাব দিয়েছেন। তবে তাঁদের বর্তমান পদ থেকে সরাতে হলে পার্লামেন্টের অনুমোদনের বাধ্যবাধকতা আছে। এ ছাড়া উমেরভকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার জন্যও পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন। 

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেনের বিজয়কে অনিবার্য করে তুলবে। যদিও এখন পর্যন্ত এফ-১৬ যুদ্ধবিমানের সরবরাহ পায়নি কিয়েভ। 

৪১ বছর বয়সী সাবেক আইনপ্রণেতা রুস্তম উমেরভ ক্রিমিয়ার তাতার জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। ২০২০ সাল থেকে ক্রিমিয়াকে দখলমুক্ত করার কৌশল প্রণয়নসংক্রান্ত সরকারি টাস্ক ফোর্সের সদস্য হিসেবে কাজ করছেন। ২০১৪ সালে ক্রিমিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্ত করা হয়। 

মন্তব্য করুনঃ