চ্যানেল এস ডেস্কঃ
ভারী বৃষ্টিপাতে বাঁধ ভেঙে সৃষ্ট ভয়াবহ বন্যায় বিধ্বস্ত লিবিয়ার দেরনা শহর। এরই মধ্যে মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। মৃতের এ সংখ্যা ২০ হাজারে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন দেরনা শহরের মেয়র। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
গত সপ্তাহে গ্রিসে তাণ্ডব চালিয়ে ঝড় ড্যানিয়েল রোববার ভূমধ্যসাগর অঞ্চলে আঘাত হানে। এ ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাতে দেরনা শহরের দুটি বাঁধ ভেঙে সব রাস্তাঘাট তলিয়ে যায়। শহরের বিভিন্ন বহুতল ভবন ঘুমন্ত বাসিন্দাদের ওপরই ধসে পড়ে। এমনকি বন্যার পানিতে অনেক মানুষের মরদেহ শতাধিক কিলোমিটার দূরে ভেসে গেছে।
দেরনা শহর থেকে ১৫০ কিলোমিটার দূরের পূর্ব টোব্রুক শহরে বসবাস করেন নাসির আলমনসোরি। তিনি জানান, তার শহরের কাছে অনেক মরদেহ ভেসে এসেছে।
এবারের ভয়াবহ বন্যায় আলমনসোরির পরিবারের কয়েকজন সদস্য মারা গেছেন। যে তিন সদস্য বেঁচে আছেন তারা আত্মীয়দের সঙ্গে একটু নিরাপদে থাকতে এখানে এসে পড়েছেন।
তিনি বলেন, ‘বন্যায় দেরনা শহরের এত ক্ষতি হয়েছে যে, সেখানে আর কিছু বাকি নেই। তাদের সেখানে থাকার কোনো ঘর নেই। তাই তারা আমাদের শহরে চলে এসেছে।’
মন্তব্য করুনঃ