• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ রাত ০৮:০৭:৩১ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

শিক্ষার্থী আন্দোলনের আড়ালে সহিংসতার নিন্দা যুক্তরাষ্ট্রের


বৃহঃস্পতিবার ২৫শে জুলাই ২০২৪ দুপুর ০২:৫৬



শিক্ষার্থী আন্দোলনের আড়ালে সহিংসতার নিন্দা যুক্তরাষ্ট্রের

No Caption

আন্তর্জাতিক ডেস্ক: 

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নাশকতাকারীদের সহিংসতা ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। 

বুধবার মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাশকতাকারীদের সহিংসতার বিষয়টি উঠে আসে। 

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, অহিংস আন্দোলনের ছত্রছায়ায় এ ধরনের সহিংসতা কোনোভাবেই সমর্থন করে না যুক্তরাষ্ট্র। মিলার ‍বলেন, শান্তিপ‚র্ণ সমাবেশের স্বাধীনতাকে সমর্থন করে তার দেশ। তবে যেকোনো প্রতিবাদকারীর সহিংসতার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। 

শিক্ষার্থীদের আন্দোলনের ছত্রছায়ায় নরসিংদী জেলা কারাগার থেকে জঙ্গিদের পালিয়ে যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ম্যাথিউ মিলার। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->