ধামরাই প্রতিনিধি:
ধামরাই পৌর শহর চত্বরেই অবস্থান মসজিদ মন্দিরের। দূরত্ব মাত্র ৭০ মিটার। শুধু উপজেলা চত্বরে নয় পাশাপাশি মসজিদ মন্দির রয়েছে সুয়াপুর ইউনিয়ন পরিষদের সামনেও ।
মসজিদে আজান হলে মুসলমানরা নামাজ পড়েন। সে সময় হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের ধর্মীয় কার্যক্রম বন্ধ রাখেন। আর পূজার সময় হিন্দুরা যান মন্দিরে। ধর্ম ভিন্ন হলেও দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির অটুট বন্ধন অনেক বছরের। এটিকে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বলছেন সবাই।
এভাবে একে-অপরের প্রতি সম্মান রেখেই পরিচালিত হচ্ছে ধর্মীয় কার্যক্রম।
ধামরাইয়ের হিন্দু, মুসলিম বন্ধুত্বের সম্পর্ক ও সাম্প্রদায়িক সম্প্রীতি এক অনন্য দৃষ্টান্ত। হাজার বছর টিকে থাকবে সম্প্রীতির এই বন্ধন এমন প্রত্যাশা স্থানীয়দের।
মন্তব্য করুনঃ