আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে গতকাল সোমবার বিকেল পর্যন্ত অন্তত ছয়জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে পূর্ব বর্ধমানে বাবা-ছেলে ঝড়ের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান। খবর আনন্দবাজারের।
রাজ্যে ঘূর্ণিঝড়টির তাণ্ডবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গত রবিবার রাতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানে রেমাল। কলকাতা শহরের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারি বর্ষণে রাস্তাঘাট প্লাবিত হয়ে পড়ে। উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকালও রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হয়েছে।
গতকাল সকালে বৃষ্টির কারণে কলকাতার মেট্রো পরিষেবা আংশিকভাবে বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে লোকজন।
মন্তব্য করুনঃ