• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৫:৩৮ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

গোমতী নদীর পানি বিপৎসীমার ওপরে


বৃহঃস্পতিবার ২২শে আগস্ট ২০২৪ বিকাল ০৩:৫৩



গোমতী নদীর পানি বিপৎসীমার ওপরে

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

ভারতের ত্রিপুরায় চরম বিপৎসীমার উপর দিয়ে বইছে গোমতী নদীর পানি এমন অবস্থায় ত্রিপুরায় গোমতী নদীতে তৈরি করা ডাম্বুর বাঁধ খুলে দেয় ভারত। 

এরপরই গোমতীর পানি ফুলে ফেঁপে উঠে। ভারতের গোমতী নদীর পানি কুমিল্লার দ্বেবীদার, মুরাদনগর এবং দাউদকান্দি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে মেঘনা নদীতে মিশে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে ডুম্বুর বাঁধের স্লুইস গেট খোলার পর সেগুলো দিয়ে বিপুল পরিমাণ পানি এক পাশ থেকে অন্যপাশে যাচ্ছে। ত্রিপুরার বাঁধ খুলে দেওয়ার পর বাংলাদেশে হু হু করে ঢুকছে পানি । ১৯৯৩ সালের পর এবারই প্রথমবারের মতো খুলে দেওয়া হয়েছে ত্রিপুরার ডিম্বুর জলাধারের বাঁধটি। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->