চ্যানেল এস ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষাই হবে প্রধান হাতিয়ার। আর ভবিষ্যতে সোনার বাংলা গড়ার কারিগর হবে এদেশের শিশুরাই।
বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ প্রদান এবং জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর সেই লক্ষ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে তার সরকার।
এসময় দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।
এছাড়া শিশুদের খেলাধুলা এবং মানসিক বিকাশে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দেন সরকার প্রধান। অনুষ্ঠানে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে মোট ১৮ ক্যাটাগরিতে ১২৬টি পদক তুলে দেন প্রধানমন্ত্রী।
মন্তব্য করুনঃ