• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৭:১২:৩২ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি


রবিবার ১৪ই জুলাই ২০২৪ বিকাল ০৩:১৪



নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে গুলির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ট্রাম্প। 

একই ঘটনায় হামলাকারীসহ ২ জন নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। রয়টার্সের খবরে বলা হয়েছে, ট্রাম্প তার বক্তব্য শুরু করার পরপরই পেনসিলভানিয়ার বাটলারের সমাবেশে একাধিক গুলির শব্দ শোনা যায়। আর এ শব্দ শোনার সঙ্গে সঙ্গেই সিক্রেট সার্ভিস এজেন্টরা তাকে দ্রুত মঞ্চ থেকে নামিয়ে নেন। বর্তমানে তিনি নিরাপদে আছেন বলে জানিয়েছেন সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা।

এদিকে ট্রাম্পের ওপর হামলার ঘটনার পর তার সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন বাইডেনসহ সিনেট সদস্যরা। নিন্দা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->