• ঢাকা
  • |
  • শনিবার ৭ই বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৫৫:১১ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

অন্ত্রের জন্য বিচ্ছিন্নতাবাদী গ্রুপকে টাকা দিয়েছে জঙ্গী সংগঠন


শুক্রবার ৪ঠা নভেম্বর ২০২২ দুপুর ০১:৫৪



অন্ত্রের জন্য বিচ্ছিন্নতাবাদী গ্রুপকে টাকা দিয়েছে জঙ্গী সংগঠন

ছবি : সংগৃহীত

নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ ভারি অস্ত্র কিনতে বিচ্ছিন্নতাবাদী গ্রুপকে ১৭ লাখ টাকা দিয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

শুক্রবার (৪ নভেম্বর) কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া উইংয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত ১১টায় সংঠনটির অর্থ বিষয়ক প্রধান সমন্বয়ক ও হিজরত বিষয়ক প্রধান সমন্বয়কসহ চারজনকে কুমিল্লার লাকসাম থেকে গ্রেফতার করে র‌্যাব।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে খন্দকার আল মঈন বলেন, ২০১৭ সালে কার্যক্রম শুরু করে ২০১৯ সালে ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ নাম নির্ধারণ করে জঙ্গি সংগঠনটি।

এখন পর্যন্ত এ সংগঠনের ২৬ জনকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, মূলত তারা নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যেই এই সংগঠন সৃষ্টি করে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ