আন্তর্জাতিক ডেস্ক:
প্রাথমিক ফল অনুযায়ী ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে রয়েছেন কট্টরপন্থী প্রার্থী সাঈদ জালিলি গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল আটটা থেকে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় ।
সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোট গ্রহণ চললেও দুই ঘণ্টা করে করে মধ্যরাত পর্যন্ত কয়েক দফায় সময় বাড়ানো হয় পরবর্তীতে। গত কয়েকবারের নির্বাচনের মতোই এবারের নির্বাচনেও ভোটার উপস্থিতি ছিল কম।
মধ্যরাতে ভোট গ্রহণ শেষ হলে সরকার ঘোষিত প্রাথমিক ফলাফল অনুযায়ী ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে রয়েছেন কট্টরপন্থী প্রার্থী সাঈদ জালিলি।
৪০ লাখেরও বেশি ভোট গণনার পরে সাবেক এই পারমাণবিক আলোচক প্রায় ৪২ শতাংশ ভোট নিয়ে এগিয়ে রয়েছেন। আজ জানা যাবে কে হচ্ছেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট।
মন্তব্য করুনঃ