• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৮:৫২ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীতে সবজিই দাম চড়া


শুক্রবার ১২ই জুলাই ২০২৪ রাত ০৮:৪১



মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীতে সবজিই দাম চড়া

No Caption

চ্যানেল এস:

মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে কমবেশি বৃষ্টি হচ্ছে। এরই ধারাবাহিকতায় সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকালে মুষলধারে বৃষ্টি শুরু হয় রাজধানী ঢাকায়। 

এদিকে বৃষ্টির কারণে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সবজির দাম। রাজধানী কারওয়ানবাজারসহ আশপাশের বাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব ধরনের সবজিই বিক্রি হচ্ছে চড়া দামে। 

এসব বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ২০০ টাকায়। এছাড়া পেঁপে প্রতি কেজি ৬০ টাকা, বেগুন ১০০ টাকা, ঝিঁঙে ৬০ টাকা, কচুর লতি ১০০ টাকা, ধুন্দল ৭০ টাকা এবং বরবটি বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। ৩২০টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। ক্রেতারা বলছেন, এমন কোনো সবজি নেই যার দাম বাড়েনি। পাশাপাশি চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ মাংসসহ অন্যান্য নিত্যপন্য। বিক্রেতাদের দাবি, বৃষ্টির কারনে পাইকারি বাজারেই বেড়েছে সবজির দাম। তারওপর জলাবদ্ধতার কারনে বেড়েছে পরিবহন খরচ। যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->