• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ রাত ০৮:০১:০১ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

নির্বাচনে অংশ না নেয়ার কারণ জানালেন রওশন এরশাদ


বৃহঃস্পতিবার ৩০শে নভেম্বর ২০২৩ সকাল ১০:২৩



নির্বাচনে অংশ না নেয়ার কারণ জানালেন রওশন এরশাদ

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব সহযোগিতা না করায় এবং যোগ্য অনেক প্রার্থীকে মনোনয়ন না দেওয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। 

বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নিজ বাসায় অনুসারীদের সঙ্গে রূদ্ধদ্বার বৈঠকে বসেন রওশন এরশাদ। 

দীর্ঘ দুই ঘণ্টার মতো চলে বৈঠকটি। পরে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান রওশন এরশাদ। 

তিনি বলেন, আমি দেশ ও গণতন্ত্রের স্বার্থে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়েছিলাম। এবারও নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছিলাম। কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মজিবুল হক সহযোগিতা না করায়, যোগ্য অনেক প্রার্থীকে মনোনয়ন না দেওয়ায় নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না। 

রওশন এরশাদ ও সাদ এরশাদ ছাড়া জাতীয় পার্টির মনোনীত প্রার্থীদের সব ফরম বিতরণ বুধবার (২৯ নভেম্বর) বিকেলে শেষ হয়েছে। 

দলের কেন্দ্রীয় যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম রাতে গণমাধ্যমেকে জানান, আগামীকাল যেহেতু মনোনয়ন জমার শেষ দিন, আসন খালি যাতে না যায় সেজন্য ময়মনসিংহ- ৪ আসন থেকে আবু মুসা সরকারকে মনোনয়ন দেওয়া হয়েছে। রওশন এরশাদের জন্য মনোনয়ন নিয়ে রাত ৯ টা পর্যন্ত অপেক্ষা করা হয়। কিন্তু এসময় পর্যন্ত তার পক্ষে কেউ মনোনয়ন নিতে আসেনি বলে জানান দলের এই কেন্দ্রীয় যুগ্ম দপ্তর সম্পাদক। 

এর আগে, গত ২৭ নভেম্বর ২৮৯ আসনে দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করে জাতীয় পার্টি। যেখানে জায়গা হয়নি রওশন এরশাদ ও তার ছেলে সাদ এরশাদের। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->