• ঢাকা
  • |
  • রবিবার ৮ই পৌষ ১৪৩১ দুপুর ১২:০২:৫৪ (22-Dec-2024)
  • - ৩৩° সে:

শীতার্তদের মাঝে রিজভীর শীতবস্ত্র বিতরণ


শুক্রবার ১৯শে জানুয়ারী ২০২৪ দুপুর ১২:৪৬



শীতার্তদের মাঝে রিজভীর শীতবস্ত্র বিতরণ

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে শীতবস্ত্র বিতরণ করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর খিলগাঁও আনসার ক্যাম্প থেকে খিদমাহ হাসপাতালের আশপাশের এলাকায় শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, কেন্দ্রীয় ড্যাব নেতা শরীফুল ইসলামসহ অনেক নেতাকর্মী।

উল্লেখ্য, ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ায় জন্ম বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের। তার ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ২ দিনের কর্মসূচি ঘোষনা করে বিএনপি। ১৮ জানুয়ারি রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯ জানুয়ারি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার আয়োজন করা হয়। শীতবস্ত্র বিতরণ এই কর্মসূচির অংশ।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->