• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৪৬:৫৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ডেঙ্গুর প্রথম ওষুধের ট্রায়ালে আশা জাগানিয়া সাফল্য


শনিবার ২১শে অক্টোবর ২০২৩ সকাল ১১:৫৫



ডেঙ্গুর প্রথম ওষুধের ট্রায়ালে আশা জাগানিয়া সাফল্য

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: 

এডিস মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর চিকিৎসার প্রথম ওষুধে সাফল্য পাওয়া গেছে। শুক্রবার (২০ অক্টোবর) যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে আমেরিকান সোসাইটি অব ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিনের বার্ষিক সভায় এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের। 

বিভিন্ন দেশে প্রতিবছরই ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু। আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন হাজারো মানুষ। তবে মশাবাহিত এ রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা না থাকলেও এবার আশার খবর দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন। 

প্রতিষ্ঠানটির ইউরোপীয় শাখা জ্যানেসেনের প্যাথোজেন বিভাগের গবেষক মার্নিক্স ভ্যান লুক বলেন, তাদের তৈরি ডেঙ্গুর ওষুধটির মেডিকেল ট্রায়াল সম্পন্ন হয়েছে এতে তারা সন্তোষজনক ফলাফল পেয়েছে। 

প্রতিষ্ঠানটি জানায়, তাদের তৈরি মুখে খাওয়ার একটি ওষুধ ডেঙ্গুর একটি ধরনের বিরুদ্ধে কার্যকর বলে প্রমাণ পাওয়া গেছে। 

গণমাধ্যমের বরাতে জানা যায়, ১১ জন স্বেচ্ছাসেবীকে নিয়ে ট্রায়াল করা হয়েছে এ ওষুধের। ট্রায়ালের প্রথম পাঁচ দিনের প্রতিদিন তাদেরকে ওষুধের হাইডোজ সেবন করানো হয়। এরপর তাদের দেহে প্রবেশ করানো হয় ডেঙ্গু ভাইরাসের একটি দুর্বল ধরন। 

ভাইরাস প্রবেশের কয়েক দিন পর ১১ স্বেচ্ছাসেবীর নমুনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় ৬ জনের দেহে ভাইরাসের অস্তিত্বই পাওয়া যায়নি। বাকি ৫ জনের দেহে ভাইরাসটির অস্তিত্ব শনাক্ত হলেও ২১ দিনের আগেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন বলে জানায় প্রতিষ্ঠানটি। 

বর্তমানে বিশ্বজুড়ে ডেঙ্গু ভাইরাসের ৪টি ধরন রাজত্ব করছে। প্রথম পর্যায়ের ট্রায়াল শেষ হলেও দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালে জানা যাবে ডেঙ্গু ভাইরাসের ৪টি ধরনে এ ওষুধ কার্যকর কিনা। এরপর আরও একটি ট্রায়াল হবে বলেও জানানো হয়। তবে কবে নাগাদ ডেঙ্গুর ওষুধের ট্রায়াল শেষ হবে তা এখনও জানা যায়নি। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->