আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৮ হাজার ৩৪৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়।
এছাড়া আহত হয়েছেন আরো ৮৮ হাজারের বেশি। এদিকে, এই হামলায় অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবিরহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
মন্তব্য করুনঃ