• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:১৪:৫০ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

ময়মনসিংহে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৭


শুক্রবার ১৬ই ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:৫৩



ময়মনসিংহে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ময়মনসিংহে সাত জন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শেরপুর থেকে ঢাকাগামী একটি বাস ময়মনসিংহের আলালপুরে আসলে নিয়ন্ত্রণ হারায়। তখন বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ সাত জনের মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা গেছে। তবে চালক পালিয়ে গেছেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে। এ সময় কিছুক্ষণের জন্য রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->