আন্তর্জাতিক ডেস্ক:
ভয়াবহ বন্যার কবলে উত্তরপ্রদেশ। জলমগ্ন ১০টি জেলা। নতুন করে ১৭ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুরো পরিস্থিতির দিকে নজর রেখেছেন। দ্রুত উদ্ধারকার্য সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি।
জানা গেছে, মৃত ১৭ জনের মধ্যে দশজনই প্রয়াগরাজ, কৌশাম্বি ও প্রতাপগড়ের বাসিন্দা। বজ্রপাত, পানিতে ডুবে ও সাপের কামড়ে তাদের মৃত্যু হয়েছে।
নেপাল ও উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় প্রচণ্ড বৃষ্টি হওয়ার ফলে সরযূ নদী প্লাবিত হয়ে অযোধ্যাতেও পরিস্থিতি ভয়াবহ। জানা গিয়েছে, নদীর তীরে ৩ কোটি টাকার একটি নির্মীয়মাণ বাড়ি ভেসে গিয়েছে পানির তোড়ে।
মন্তব্য করুনঃ