• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ সকাল ০৭:৫৮:৫১ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

সৌদি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট


বুধবার ৭ই ডিসেম্বর ২০২২ বিকাল ০৩:৪৯



সৌদি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট

ছবি সংগৃহীত

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সৌদি আরব যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। বুধবার (৭ ডিসেম্বর) শুরু হওয়া তিন দিনের সফরে বৈঠক করবেন রাজা সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান সাথে। খবর আলজাজিরার।

বিশ্বের সবচেয়ে বড় তেল রফতানিকারী দেশটির সাথে ২৯ দশমিক ২৬ বিলিয়ন ডলারের চুক্তি হওয়ার কথা বেইজিংয়ের। করোনা মহামারির পর এটি শি জিন পিংয়ের তৃতীয় বিদেশ সফর।

বুধবার সকালে এক সংক্ষিপ্ত বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি রাজার আমন্ত্রণে দেশটিতে যাচ্ছেন প্রেসিডেন্ট শি। ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে এ সফর।

এদিকে, চীন-সৌদি সম্মেলনকে ঐতিহাসিক বলে আখ্যা দেয়া হয় চীনের গণমাধ্যমগুলোয়। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সাথে সম্পর্কের টানাপড়েনের জেরে সম্প্রতি মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্কোন্নয়নে নজর দিচ্ছে চীন। সৌদি আরবের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ