• ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ দুপুর ০২:৫৩:৩২ (15-Jan-2025)
  • - ৩৩° সে:

রাজধানীতে শিশু ক্রয়-বিক্রয় চক্রের সদস্য গ্রেফতার


সোমবার ২০শে মে ২০২৪ বিকাল ০৪:১৩



রাজধানীতে শিশু ক্রয়-বিক্রয় চক্রের সদস্য গ্রেফতার

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

বাড্ডা থেকে অপহৃত মরিয়ম নামের দুই বছরের এক শিশুকে চাঁদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় শিশু অপহরণ ও ক্রয়-বিক্রয় চক্রের এক সদস্যকেও গ্রেফতার করা হয়। 

পুলিশ জানায়, গত ১৮ মে সকালে মরিয়মকে (২) রাজধানীর বাড্ডা থেকে অপহরণ করা হয়। এরপর শিশুটির মা-বাবাকে কল দিয়ে মুক্তিপণ দাবি করে এ চক্রের মূলহোতা সুমাইয়া (৪৫)। 

বিষয়টি বাড্ডা থানায় জানালে তথ্যপ্রযুক্তির সহায়তায় চাঁদপুরে অভিযানে যায় পুলিশের একটি দল। জেলার ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা সুমাইয়া ও শিশু মরিয়মকে উদ্ধার করে তারা। পরবর্তীতে শিশুটিকে তার মা-বাবার হাতে তুলে দেয়া হয়। 

বাড্ডা জোনের সহকারি পুলিশ কমিশনার রাজন কুমার সাহা বলেন, পুলিশ বর্তমানে তথ্যপ্রযুক্তি ও আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত। তাই যেকোনো ধরনের অপরাধচক্র কে সমূলে উৎপাটন করার জন্য তারা সর্বদা প্রস্তুত আছেন। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->