• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ দুপুর ০২:৪০:১০ (19-Apr-2024)
  • - ৩৩° সে:

বোমা হামলার হুমকি, বইমেলায় নিরাপত্তা জোরদার


শুক্রবার ২৪শে ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ০২:৩৫



বোমা হামলার হুমকি, বইমেলায় নিরাপত্তা জোরদার

ছবি : সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক :

বোমা হামলার হুমকি পাওয়ার পর অমর একুশে বইমেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে বইমেলায় নিরাপত্তা বাড়ানো হয়।

রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. শহীদুল্লাহ গণমাধ্যমকে বলেন, মেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কাউন্টার টেরোরিজম ইউনিট বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছে। ভয়ের কোনো কারণে নেই। লেখক ও পাঠকরা নির্ভয়ে মেলায় আসতে পারেন।

এর আগে, বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বাংলা একাডেমির মহাপরিচালক নূরুল হুদা বরাবর জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একটি চিঠি আসে। চিঠিতে বইমেলায় বোমা হামলার হুমকি দেওয়া হয়। পরে এ বিষয়ে শাহবাগ থানায় জিডি করা হয়েছে।

চিঠিতে লেখা হয়, রাজধানীর যাত্রাবাড়ীতে দেহব্যবসা বন্ধ না হলে পাকিস্তানের করাচির মতো পুলিশ সদর দপ্তরে বোমা মেরে পুলিশকে হত্যা করা হবে। এ ছাড়া অমর একুশে বইমেলাতেও বোমা মারা হবে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ