• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৭:৫৩ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

কঙ্গোয় বন্যা ও ভূমিধসে ৪০ জনের প্রাণহানি


বৃহঃস্পতিবার ২৮শে ডিসেম্বর ২০২৩ দুপুর ০১:২৬



কঙ্গোয় বন্যা ও ভূমিধসে ৪০ জনের প্রাণহানি

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: 

আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে বন্যা ও ভূমিধসে ৪০ জনের প্রাণহানি হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দেশটির পূর্বাঞ্চলে রাতভর বৃষ্টিপাতের ফলে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়। 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। 

স্থানীয় এক কর্মকর্তা বলেন, বন্যা ও ভূমিধসে বুকাভু শহরে ২০ জন এবং ৫০ কিলোমিটার দূরের বুরিনি গ্রামের ২০ জন নিহত হয়েছেন। 

দেশটির বুকাভু শহরের কর্মকর্তা ইম্যানুয়েল মাজিভুনো কালিম্বা বলেন, কখনো কখনো বর্জ্য থাকায় শহরের পানি চলাচলের মূল রাস্তা বন্ধ হয়ে যায়। যার ফলে বৃষ্টির পানি বেরিয়ে যেতে পারে না এবং বন্যা সৃষ্টি হয়ে বাড়িঘরের ক্ষতি করে। 

এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি কাদার ভেতর থেকে একজন নারীর মরদেহ টেনে তুলতে দেখেছেন। 

বুকাভু শহর ছাড়াও এই বন্যায় দেশটির কাসাই প্রদেশে বন্যা ও ভূমিধসে বাড়িঘর, গির্জা ও রাস্তা ধ্বংস হয়ে গেছে। যার ফলে ঘরবাড়ি ছাড়া হয়েছেন বহু মানুষ। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->