• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৫ই মাঘ ১৪৩১ সকাল ১০:০৫:১৬ (28-Jan-2025)
  • - ৩৩° সে:

জাপার কেন্দ্রীয় কার্যালয় দখলে নিয়ে রওশনপন্থিদের সংবাদ সম্মেলন


শুক্রবার ২রা ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৫:০৫



জাপার কেন্দ্রীয় কার্যালয় দখলে নিয়ে রওশনপন্থিদের সংবাদ সম্মেলন

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

ঘণ্টাখানেকের জন্য জাতীয় পার্টির (জাপা) কাকরাইল কেন্দ্রীয় কার্যালয় দখলে নিয়ে সংবাদ সম্মেলন করেছেন রওশনপন্থিরা। এসময় কাকরাইলের দলীয় কার্যালয় কেউ দখল করতে এলে সমুচিত জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে কাকরাইলে হুসেইন মুহাম্মদ এরশাদের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান রওশনপন্থী জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশিদ। বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এরপর নেতাকর্মীরা কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। এরপর শুরু হয় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।

পার্টিতে এখন আর জিএম কাদের ও চুন্নুর প্রয়োজন নেই জানিয়ে মামুনুর রশিদ বলেন, কাদের-চুন্নুর জন্য আজ দলের বেহাল দশা। তাদের নেতৃত্বের প্রতি পার্টির নেতাকর্মীদের আস্থা নেই। প্রয়োজনে পার্টিতে তাদের অন্য কোনো দায়িত্ব দেয়া হবে। অতীত ভুলে পুনরায় শক্তিশালী করা হচ্ছে দলকে।

এ সময় দলের চেয়ারম্যান জিএম কাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেন মামুনুর রশিদ। হুঁশিয়ারি দিয়ে বলেন, কাকরাইলের দলীয় কার্যালয় কেউ দখল করতে এলে সমুচিত জবাব দেয়া হবে।

তিনি বলেন, অব্যাহতি পাওয়া নির্লজ্জ চুন্নুর চ্যালেঞ্জ প্রতিহত করেই শত শত নেতাকর্মীকে সঙ্গে নিয়ে আমরা কার্যালয়ে প্রবেশ করেছি। দেখি কে প্রতিহত করে। কার কত বুকের পাঠা আছে তা আগামীতেই প্রমাণ হবে।

দেড় ঘণ্টারও বেশি সময় সেখানে অবস্থান শেষে নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় কার্যালয় ত্যাগ করেন মামুন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->