• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ রাত ০৮:০৭:১৬ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

সুদানে বিমান হামলায় ২০ বেসামরিক নাগরিক নিহত


রবিবার ৩রা সেপ্টেম্বর ২০২৩ রাত ০৮:৫১



সুদানে বিমান হামলায় ২০ বেসামরিক নাগরিক নিহত

ছবি সংগৃহীত

চ্যানেল এস ডেস্কঃ
নতুন করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আফ্রিকার উত্তরপূর্বাঞ্চলের দেশ সুদান। রোববার (৩ সেপ্টেম্বর) দেশটির রাজধানী খার্তুমে বিমান হামলা চালিয়েছে বিমানবাহিনী। এতে দুই শিশুসহ কমপক্ষে ২০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
স্বেচ্ছাসেবক সংস্থা নেভারহুডস রেসিসটেন্ট কমিটি এক বিবৃতিতে বলেছে, ‘দক্ষিণ খার্তুমে আকাশ থেকে ছোড়া বোমা হামলায় মৃতের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে।
এর আগে সংস্থাটি এক বিবৃতিতে বলেছিল, বোমা হামলায় দুই শিশুসহ অনেকে নিহত হয়েছেন। তবে মরদেহগুলো হাসপাতালে আনা সম্ভব হচ্ছিল না। কারণ বোমার আঘাতে এগুলো ক্ষতবিক্ষত ও পুড়ে গিয়েছিল।
গত ১৫ এপ্রিল সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে ক্ষমতার দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে যায়। দুই বাহিনীর এ লড়াইয়ে এখন পর্যন্ত ৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে যেতে হয়েছে হাজার হাজার মানুষকে।
রাজধানী খার্তুমের নিয়ন্ত্রণ রয়েছে আরএসএফের সেনাদের দখলে। আর তাদের লক্ষ্য করেই মাঝে মাঝে বিমান হামলা চালায় সেনাবাহিনীর নেতৃত্বাধীন বিমানবাহিনী।
আধাসামরিক বাহিনীর আরএসএফের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, পূর্ব দারফুরে অনেক মানুষকে জাতিগত দিক বিবেচনা করে হত্যা করেছে তারা। আর এ অভিযোগে আরএসএফের বিরুদ্ধে নতুন তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত।
তবে সেনাবাহিনীর বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। গত ৮ জুলাই তাদের বিমান হামলায় কমপক্ষে ২৪ জন বেসামরিক মানুষ নিহত হন।
সুদানের ৪ কোটি ৮০ লাখ মানুষের অর্ধেকেরই বেশি এখন মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। দুই বাহিনীর মধ্যে লড়াই যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে এ পরিস্থিতি আরও খারাপ হবে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->