• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে অগ্রহায়ণ ১৪৩২ সকাল ০৯:০৯:২২ (09-Dec-2025)
  • - ৩৩° সে:

আজ ১০ নভেম্বর; শহীদ নূর হোসেন দিবস


বৃহঃস্পতিবার ১০ই নভেম্বর ২০২২ দুপুর ১২:৪০



আজ ১০ নভেম্বর; শহীদ নূর হোসেন দিবস

ফাইল ফটো

আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামের এক অবিস্মরণীয় দিন। ১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ হন নূর হোসেন। শহীদ নূর হোসেনের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন সংগঠন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন স্মৃতি বেদিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় তিনি বলেন, গণতন্ত্র এক চাকার সাইকেল নয়। বিএনপি সরকারি দলে থেকে গণতন্ত্রের ক্ষতি করেছে; বিরোধী দলে থেকেও গণতন্ত্রের ক্ষতি করেছে। শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র সুসংহত করার পথে আছে আওয়ামী লীগ।

নূর হোসেনের ছোট বোন শাহানা বেগম বলেন, আমার ভাই যেই গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে, বাংলাদেশে সেই গণতন্ত্র যেনো অব্যাহত থাকে।

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, নূর হোসেন যে জন্য জীবন দিয়েছেন তা আজও অর্জন হয়নি। স্বৈরাচার নিপাত যায়নি, মুক্তি পায়নি গণতন্ত্র।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->