• ঢাকা
  • |
  • রবিবার ২৩শে ভাদ্র ১৪৩১ ভোর ০৫:৩২:১২ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

বরিশালে ১০ নদীর পানি বিপদসীমার ওপরে


শুক্রবার ২৬শে জুলাই ২০২৪ বিকাল ০৪:৪৯



বরিশালে ১০ নদীর পানি বিপদসীমার ওপরে

ছবি: সংগৃহীত

বরিশাল প্রতিনিধি: 

বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ ১২টি নদীর মধ্যে ১০টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বরিশাল নগরীসহ অন্যান্য জেলা ও উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বিভাগের প্রধান ও গুরুত্বপূর্ণ ১০টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা, পিরোজপুরসহ বেশ কয়েক জেলার নিম্নাঞ্চল ইতোমধ্যে প্লাবিত হয়েছে। উপকূলীয় এলাকায় অনেকের বসত-ঘরে পানি ঢুকে গেছে। এতে মারাত্মক দুর্ভোগে পড়েছে বাসিন্দারা।

মন্তব্য করুনঃ


-->