• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে পৌষ ১৪৩১ সকাল ০৭:১৪:০৯ (07-Jan-2025)
  • - ৩৩° সে:

খাগড়াছড়ি ও রাঙামাটি ৭২ ঘণ্টার অবরোধের শেষ দিন আজ

চ্যানেল এস ডেস্ক: খাগড়াছড়ি ও রাঙামাটিতে ৭২ ঘন্টার অবরোধের শেষ দিন আজ। সাম্প্রতিক ঘটনার কারণে উদ্ভূত পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক ও শান্ত হয়ে এসেছে। অবরোধকে কেন্দ্র করে এখনো জেলার কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে দুদিনের মতোই দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।  এদিকে খাগড়াছড়ি ও রাঙামাটিতে সাম্প্রতিক ঘটনার জেরে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে না শিক্ষার্থীরা। চলছেনা শিক্ষা কার্যক্রম। গত ১৮ আগস্ট ভোরে জেলা সদরের শালবন এলাকার বাসিন্দা মামুনের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে, তাকে পিটিয়ে আহত করার পর, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সেই ঘটনার জেরে, খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতায় চারজন নিহত ও বহু লোক আহত হন।  এ ঘটনার প্রতিবাদে ঢাকা থেকে বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার সমাবেশ থেকে, এ অবরোধের ডাক দেয়া হয়েছিল। আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ অবরোধ কর্মসূচির প্রতি সমর্থন জানায়।

-->