• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:৫৪:০৩ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকে পালাতে হবে: কাদের


সোমবার ১৩ই মে ২০২৪ দুপুর ০১:৪৩



আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকে পালাতে হবে: কাদের

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকে পালাতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (১৩ মে) ধানমন্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। 

আওয়ামী লীগ পালানোর পথ খুঁজে পাবে না- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। আমাদের পালানোর কোনো রেকর্ড নেই। 

বিএনপির আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালাতে হবে। তারা যদি সেই চিন্তাই করে, তাহলে পালিয়ে যাওয়ার পথ তাদেরই খুঁজতে হবে। বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য আওয়ামী লীগ বা সরকারের কোনো প্রয়োজন নেই। বিএনপি নিজেরা যে নেতিবাচক রাজনীতি করছে, সেই নেতিবাচক রাজনীতিই তাদের নিশ্চিহ্ন করার জন্য যথেষ্ট। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->