চ্যানেল এস ডেস্ক:
সকাল থেকে দূর পাল্লার বাস ছেড়ে যাওয়ার পাশাপাশি, রাজধানী ও আশপাশের এলাকায় সীমিত পরিসরে বাস চলাচল শুরু হয়েছে; তাতে যাত্রীও ছিল। তবে, ভাড়া বেশি নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
এরআগে, কারফিউ শিথিল থাকা অবস্থায় দূরপাল্লার বাস চলবে বলে জানিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। পাশাপাশি অভ্যন্তরীণ রুটের কোম্পানিগুলো চাইলে কারফিউর নিয়ম মেনে চালাতে পারবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে সরকার গত শুক্রবার রাত থেকে কারফিউ জারি করে। গত রবি, সোম ও মঙ্গলবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীরে ধীরে বাড়ছে কারফিউ শিথিলের সময়সীমা। আজ ঢাকাসহ ৫ জেলায় সাত ঘণ্টা কারফিউ শিথিল থাকবে।
মন্তব্য করুনঃ