• ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ রাত ০৮:৪৫:০৫ (15-Jan-2025)
  • - ৩৩° সে:

চট্টগ্রাম ও বরিশালে ব্যাপক হামলা ও অগ্নিসংযোগ


সোমবার ৫ই আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:৪৫



চট্টগ্রাম ও বরিশালে ব্যাপক হামলা ও অগ্নিসংযোগ

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

শেখ হাসিনার পদত্যাগের খবর পাওয়ার সাথে সাথেই চট্টগ্রাম নগরীতে বিজয় মিছিল করে আন্দোলনকারী ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। 

এক পর্যায়ে বহদ্দারহাটে সিটি মেয়রের বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে। এছাড়া বিকেল পাঁচটার দিকে দামপাড়া পুলিশ লাইন্সে ঢোকার চেষ্টা করে মিছিলের একটি অংশ। 

এ সময় তাঁরা মুক্তিযুদ্ধ পুলিশ জাদুঘরে হামলা চালায়। পুলিশ সদস্যদের লক্ষ্য করে মিছিলকারীদের অনেকে ইট-পাটকেল ছুড়তে থাকে। দামপাড়া পুলিশ লাইন্সের মূল ফটক ঘিরে এবং মূল সড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীদের অনেকে ৷ 

এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, ছড়রা গুলি ও টিয়ারশেল ছুড়ে। এছাড়া লালদীঘিতে কারাগারেও হামলার চেষ্টা হয়েছে বলে খবর পাওয়া গেছে। 

অন্যদিকে বরিশালে বিদায়ী সরকারের মন্ত্রী জাহিদ ফারুক শামীম, সাবেক সিটি মেয়র সাদেক আব্দুল্লাহর বাসা এবং নগর আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

শহরজুড়ে মিছিল করেছে আন্দোলনকারীরা। এছাড়া সংসদ সদস্য শাজাহান ওমরের বাসভবনেও হামলার ঘটনা ঘটেছে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->