• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ বিকাল ০৪:৫৭:৩৭ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

০১:৫৩ পিএম, ২৩ জুলাই ২০২৩


ক্যাটাগরি

বাংলাদেশ
সিটি কর্পোরেশন

ঢাকা- ১৭ আসনের নির্বাচন বাতিল ও পুনঃনির্বাচনের দাবি হিরো আলমের


রবিবার ২৩শে জুলাই ২০২৩ দুপুর ০১:৫৩



ঢাকা- ১৭ আসনের নির্বাচন বাতিল ও পুনঃনির্বাচনের দাবি হিরো আলমের

ছবি সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা- ১৭ আসনের উপনির্বাচনের ভোট বাতিল চেয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছেন হামলার শিকার স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। 

রোববার (২৩ জুলাই) দুপুরে বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম ও চুম্বক অংশ সংযুক্ত করে ইসি বরাবার এ চিঠি পাঠানো হয়। 

নির্বাচন বাতিল ও পুনঃনির্বাচনের দাবি জানিয়ে চিঠিতে বলা হয়, ‘গত সোমবার (১৭ জুলাই) অনুষ্ঠিত ঢাকা-১৭ সংসদীয় আসনের উপনির্বাচনে আমি আরশাফুল হোসেন আলম (হিরো আলম) নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করি। নির্বাচনের দিন ইমেইলের মাধ্যমে আপনাকে অবহিত করেছিলাম যে, ভোটগ্রহণ শুরুর ১ ঘণ্টার মধ্যে আমার তালিকাভুক্ত মনোনীত প্রায় ৮৮ জন এজেন্টকে ১৯টি ভোটকেন্দ্র থেকে বের করে দিয়ে ব্যাপক জাল ভোট দেয়া হয়েছে। এ ছাড়া বনানী বিদ্যা নিকেতন ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে সরকার দলীয় ক্যাডাররা আমার ওপর শারীরিকভাবে হামলা চালায়। এ ঘটনা দেশ ও বিদেশের কোটি কোটি মানুষ সংবাদ মাধ্যমে দেখেছে।’ 

ওই ঘটনার পর বিভিন্ন কেন্দ্র থেকে আমার মনোনীত এজেন্টদের জোরপূর্বক বের করে ভোট গণনা করা হয়েছে, যা সম্পূর্ণ নির্বাচনবিধি পরিপন্থী। আমার ওপরে উদ্দেশ্যপ্রণোদিত হামলা ও ব্যাপক জাল ভোট ও ভোট গণনার অনিয়ম নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। তাই আমি মনে করি, এই নির্বাচন বিধিসম্মত হয়নি। 

চিঠিতে হিরো আলম এই ‘প্রহসনের নির্বাচনকে’ বাতিল ঘোষণা করে পুনঃনির্বাচনের দাবি জানিয়ে বলেন, ‘আমার প্রতিপক্ষকে নির্বাচন বিধি লঙ্ঘনের দায়ে নির্বাচনের ফলাফল বাতিল করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।’ 

প্রসঙ্গত, গত সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে বনানী এলাকায় মারধরের শিকার হন হিরো আলম। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের সামনে তাকে মারধর করা হয়। এ সময় হামলাকারীরা হিরো আলমকে ধাওয়া দিয়ে মারতে মারতে সেখান থেকে কিছুদূর পর্যন্ত নিয়ে যায়। পরে একটি গাড়িতে উঠে ঘটনাস্থল থেকে চলে যান হিরো আলম। 

এ ঘটনায় অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে বনানী থানায় মামলা করেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ। এ মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->