• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:০৪:৫৯ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

০৪:৪৮ পিএম, ০৮ নভেম্বর ২০২৩


ক্যাটাগরি

বাংলাদেশ
রাজনীতি
অন্যান্য

নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার ঘোষণা তৃণমূল বিএনপির


বুধবার ৮ই নভেম্বর ২০২৩ বিকাল ০৪:৪৮



নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার ঘোষণা তৃণমূল বিএনপির

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

আন্দোলনের নামে জ্বালাও-পোড়াওয়ের সমালোচনা করে তিনি বলেন, ঢালাওভাবে নয়, অগ্নিসন্ত্রাসে জড়িত প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। 

বুধবার (৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন শমসের মবিন চৌধুরী। 

সরকারবিরোধী আন্দোলনের নামে জ্বালাও-পোড়াওকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করার সমালোচনা করেন দলটির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী। তিনি বলেন, নির্বাচন কমিশনকে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে; যাতে সবাই নির্বাচনে অংশ নিতে পারে। আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার কথাও জানান শমসের মবিন চৌধুরী। 

অনুষ্ঠানে তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার বলেন, দলকে প্রাইভেট লিমিটেড কোম্পানি নয়, জনগণের দল হিসেবে গড়ে তুলতে চান তারা। দেশ চলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আদলে; সেখান থেকে মুক্তি দিতে চান তারা।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ নতুন ধরনের রাজনীতি দেখতে চায়। কেউ বিদেশে ভবন করবে আর মানুষ আলু কিনতে পারবে না সেটা হবে না। এ সময় অগ্নি-সন্ত্রাসে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের কাছে অনুরোধ জানান তৈমূর আলম খন্দকার। তিনি বলেন, দল করার কারণে ঢালাও মামলা দেয়া ঠিক না। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->