• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৯:১৪ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তাল রাজধানীর গুলিস্তান

চ্যানেল এস ডেস্ক: পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তাল রাজধানীর গুলিস্তান। ১০ নভেম্বর বিকেলে আওয়ামী লীগ গুলিস্তানে বিক্ষোভ মিছিল কারার ডাক দেয়ার পর গুলিস্তান এলাকা দখলে নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।এমন অবস্থায় নগরবাসীর আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ প্রস্তুতি নিয়েছে পুলিশ। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ গুলিস্তানের জিরো পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানানো হয়। এই ঘোষণার পর একই স্থানে পাল্টা কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটি তাদের ফেসবুক পেজে জানায়, ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে’ রোববার দুপুর ১২টায় জিরো পয়েন্টে গণজমায়েত করবে তারা। যদিও শনিবার রাতেই জিরো পয়েন্টে সমাবেত হতে শুরু করে ছাত্র-জনতা। বর্তমানে গুলিস্তানের পুরো এলাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দখলে রয়েছে। একইসাথে সকাল থেকে আওয়ামী লীগের কার্যালয়ও পাহারা দিচ্ছেন ছাত্র জনতাসহ বিএনপি ও যুবদলের নেতা কর্মীরা। স্বৈরাচার নিপাত না যাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা রাজপথে থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা

-->