চ্যানেল এস ডেস্ক:
ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেয়ায় বাংলাদেশে সৃষ্ট আকস্মিক বন্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে রাবির বিভিন্ন হল ও আশপাশের মেস থেকে শহীদ শামসুজ্জোহা চত্বরে জড়ো হয়। পরে মিছিল নিয়ে নগরীর তালাইমারি এলাকায় সহস্রাধিক শিক্ষার্থী রাজশাহী-ঢাকা মহাসড়ক ঘিন্টাব্যাপি অবরোধ করে স্লোগান দিতে থাকে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ভারত নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশে কৃত্রিম সংকট সৃষ্টি করে আসছে। ফলে বছরের অধিকাংশ সময় নদীগুলো পানিশূন্য থাকে। এতে করে দেশের অধিকাংশ নদী মৃতপ্রায় হয়ে পড়েছে। এখন অসময়ে বাঁধ খুলে দিয়েছে। ফলে দেশ পানিতে ডুবে যাচ্ছে। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে করছে ভারত। অবিলম্বে এই ভূ-অপরাজনীতি বন্ধের দাবি জানান তারা।
মন্তব্য করুনঃ