• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই পৌষ ১৪৩১ রাত ১১:২৯:৪০ (30-Dec-2024)
  • - ৩৩° সে:

খোলা চিঠি


রবিবার ৪ঠা সেপ্টেম্বর ২০২২ সকাল ০৭:৩৪



খোলা চিঠি

খোলা চিঠি

কেমন আছিস ছেলেবেলার ক্রিকেট খেলার সাথী?

তোদের ছাড়া ভাল্লাগেনা, হয়না মাতামাতি। 

কেমন আছিস হাওর বাওর, খাল, আরিয়াল বিল?

তোদের ছেড়ে কষ্টে আছি হুহু করে দিল।

কেমন আছিস লুডুর গুটি, রঙ্গিন ঘুড়ি, নাটাই

তোরা বিহীন বিকেলগুলো কেমন করে কাটাই!

কেমন আছিস ডিঙি নৌকা, কাঠের সাঁকো, পুল

তোরা বিনে বুকের ভেতর তুমুল হুলস্থুল।

কেমন আছিস অভিমানি গাল ফোলানো তিথি?

তোর সাথে না চুক্তি ছিলো নিত্য দিবি চিঠি!

কেমন আছিস সবাই তোরা আগের মতই না-কি?

ভালো থাকিস, যাসনে ভুলে, আজকে চিঠি রাখি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->