• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:১১:৩৬ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

কেন হয় এসি বিস্ফোরণ


বুধবার ১৪ই জুন ২০২৩ বিকাল ০৫:৫৪



কেন হয় এসি বিস্ফোরণ

ছবি সংগৃহীত

বিভিন্ন সমস্যার জন্য এসি বিস্ফোরণ হয়। বহুতল ভবন কিংবা বাসা-বাড়িতে মাঝে মাঝে দেখা যায় এসি বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড হচ্ছে। এ দুর্ঘটনায় মাঝে মাঝে মৃত্যুর খবরও শোনা যায়।
তীব্র গরমের কারণে এখন এসির ব্যবহার বাড়ছে। সাম্প্রতিককালে সবাই এসি ব্যবহার করছেন। সাধারণ শীতকালে এসি বন্ধ থাকার পর গ্রীষ্মের শুরুতে এসি চালু করা হয়। এ সময় রক্ষণাবেক্ষণ না করে এসি চালানোর জন্যই বিস্ফোরণ ঘটে থাকে। এ জন্য ইলেকট্রনিক এক্সপার্টরা গরমের শুরুতে এসি ব্যবহারের পূর্বে এসির রক্ষণাবেক্ষণ করার কথা বলে থাকেন।

জেনে নেওয়া যাক এসি বিস্ফোরণের কারণ-
এসির পাওয়ার ক্যাবল সঠিক স্পেকে ব্যবহার করতে হয়। ক্যাবল সঠিক স্পেকের না হলে দুর্ঘটনা ঘটে। কনডেনসারে যদি ময়লা থাকে তাহলে কম্প্রেসারে টেম্পারেচার ও প্রেশার দুটোই উচ্চমাত্রায় তৈরি হয়। এসির ভেতরের পাইপের কোথাও যদি ব্লকেজ থাকে তাহলেও উচ্চমাত্রায় প্রেশার হয়ে কম্প্রেসার ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে।

এছাড়া এসির ভ্যাকুয়াম সঠিকভাবে না করলে বিস্ফোরণের সম্ভাবনা থাকে। আর সার্কিট ব্রেকার ব্যবহারের ক্ষেত্রে সঠিক রেটিং দেখে নিতে হয়।

এসি বিস্ফোরণ এড়াতে করণীয়-
প্রথমেই বাজার থেকে এসি কেনার সময় ভালো মানের এসি নির্বাচন করতে হবে। প্রয়োজনে বাজারে যাওয়ার আগে ব্র্যান্ডের ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত জেনে নিতে পারেন। আবার কয়েকটি ব্র্যান্ডের শোরুম পরিদর্শনের পর তুলনা করে সিদ্ধান্ত নিতে পারেন।

এসি লাগানোর পর নিয়মিত কনডেনসার পরিষ্কার রাখতে হবে। কম্প্রেসারে উচ্চ টেম্পারেচার ও প্রেশার বেশি থাকে কিনা, সেটি এক্সপার্ট দ্বারা পরীক্ষা করা। এসির ভেতরের পাইপের কোথাও যদি ব্লকেজ থাকে তাহলে তাৎক্ষণিক পরীক্ষা করা। ভ্যাকুয়ামের ক্ষেত্রে সঠিকভাবে করা।

জানেন কি কতক্ষণ এসি চালানো উচিত-
তীব্র গরমে এখন বেশি সময় এসি চালানো হয়। কিন্তু ঠিক কতক্ষণ এসি চালানো উচিত, সেটি হয়তো জানা নেই আমাদের। এ কারণে দীর্ঘক্ষণ এসি চালানোয় যেমন বিদ্যুৎ বিল বেশি আসছে, তেমনি দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়।

বিশেষজ্ঞরা বলছেন, একটি এসি ১৫ থেকে ২০ মিনিটের বেশি চালানো উচিত নয়। এই সময়ের মাঝেই তাপমাত্রা কমিয়ে রুমকে ঠান্ডা করে নিন। এরপর ২০ থেকে ৩০ মিনিট বন্ধ রাখুন। এতে রুম ঠান্ডা থাকবে দীর্ঘক্ষণ। তবে এ সময় সতর্ক থাকতে হবে, ঘরে যেন গরম বাতাস প্রবেশ করতে না পারে।

রুমকে দীর্ঘক্ষণ ঠান্ডা রাখার জন্য এসি চালুর আগে দরজা-জানালা ভালো করে বন্ধ রাখুন। প্রয়োজনে দরজা-জানালায় ভারী পর্দা ব্যবহার করুন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->