• ঢাকা
  • |
  • বুধবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:২১:২২ (04-Dec-2024)
  • - ৩৩° সে:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিমি যানজট


শনিবার ১৫ই জুন ২০২৪ সকাল ১১:৪৯



ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিমি যানজট

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

ঈদযাত্রায় অতিরিক্ত প‌রিবহনের চাপের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা। 

শ‌নিবার (১৫ জুন) বঙ্গবন্ধু সেতুর পূর্ব থেকে আনালিয়াবাড়ি পর্যন্ত প্রায় ১০ কি‌লো‌মিটার অং‌শে এ যানজট দেখা যায়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর থেকে ঢাকা - টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের পূর্ব টোলপ্লাজা থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৩ কিলো‌মিটার সড়কে যানজটের সৃষ্টি হয়। এর কিছুক্ষণ পর যানজট কিছুটা কমলেও আবারও সেতু পূর্ব থেকে মহাসড়কের আনালওয়াবাড়ি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও ঈদে ঘরমুখো মানুষ। 

তবে অনেকে ব্যক্তিগত পরিবহনে বাড়ি ফিরছেন। আবারও অনেকে মোটরসাইকেল নিয়ে বিকল্প পথে ঘরে ফিরছেন। 

এরআগে গত শুক্রবার (১৪ জুন) রা‌ত ১২টার পর থেকে গভীর রাত পর্যন্ত বঙ্গবন্ধ‌ু সেতুতে প‌রিবহনের চাপের কারণে টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, ভোর থেকে এখন পর্যন্ত মহাসড়কে প‌রিবহনের ধীরগ‌তি রয়েছে। চালকদের বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে মহাসড়কে পুলিশ কাজ করছে। বেলা বাড়ার সাঙ্গে সঙ্গে দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে বলে জানান ওসি। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->