• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ বিকাল ০৩:১৯:২৭ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

রিজার্ভের অর্থ ব্যয় হয়েছে জনগণের কল্যাণেই: প্রধানমন্ত্রী


শনিবার ১২ই নভেম্বর ২০২২ দুপুর ০১:২২



রিজার্ভের অর্থ ব্যয় হয়েছে জনগণের কল্যাণেই: প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

বিরোধী দল প্রায়ই রিজার্ভের অর্থ নিয়ে প্রশ্ন তোলে, অপপ্রচার চালায়। কিন্তু রিজার্ভের অর্থের অপচয় হয়নি। তা ব্যয় হয়েছে জনগণের কল্যাণেই। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১২ নভেম্বর) সকালে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে গণভবন থেকে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন তিনি। এ সময় শেখ হাসিনা বলেন, মানি লন্ডারিং যাদের অভ্যাস, তারাই মনে করে এই টাকা কেউ নিয়ে গেছে। রিজার্ভের অর্থ কেউ তুলে নিয়ে যায়নি। তা আমদানি পণ্যের বাড়তি খরচ মেটাতেই ব্যবহার করা হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে জনগণের টাকা আত্মসাৎ করেছে। আর আওয়ামী লীগ সাধারণ মানুষের জন্য কাজ করছে বলেই দেশে এতো উন্নয়ন হয়েছে।

দেশের অর্থনীতিকে শক্তিশালী রাখতে যথাযথ পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান শেখ হাসিনা। বিশ্বে কখনো দুর্ভিক্ষ লাগলে সেটির ধাক্কা মোকাবেলায় তৈরি থাকতে, ফসল উৎপাদন ঠিক রাখার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ