• ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩১ রাত ০২:৫১:২৫ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রের সিনেটে ডেমোক্রেটদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন


বুধবার ৭ই ডিসেম্বর ২০২২ বিকাল ০৩:৫৪



যুক্তরাষ্ট্রের সিনেটে ডেমোক্রেটদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সিনেটে আরও জোরদার হলো ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ। মধ্যবর্তী নির্বাচনে ফলাফল আটকে থাকা অঙ্গরাজ্য জর্জিয়ায় জয় নিশ্চিত করলেন ক্ষমতাসীন দলের প্রার্থী র‍্যাফেল ওয়ারনক। খবর বার্তা সংস্থা এপির।

কংগ্রেসের উচ্চকক্ষে এখন ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলীয় সদস্য সংখ্যা ৫১-৪৯। গত মাসে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়ায় কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি সমর্থন পায়নি। তাই রান অফে গড়ায় নির্বাচন।

রিপাবলিকান হার্শেল ওয়াকারের তুলনায় ৩৭ হাজার ভোটে এগিয়ে ছিলেন কৃষ্ণাঙ্গ ওয়ারনক। রান অফে রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতি দেখা যায় জর্জিয়ায়। ভোটকেন্দ্রে গিয়ে রায় দিয়েছেন প্রায় ১৪ লাখ মানুষ আর ব্যালটের মাধ্যমে আগাম ভোট দিয়েছেন ১৯ লাখ।

এদিকে, যুক্তরাষ্ট্রে এবারের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে হতাশ অনেক রিপাবলিকান। হাউস অব রিপ্রেজেন্টেটিভসে দলটি সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করলেও প্রত্যাশিত নিরঙ্কুশ বিজয় মেলেনি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ